
সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে কারখানা শ্রমিকদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ছাড়া কারখানার ভেতরে অবস্থান করা শ্রমিক ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার বলেন, শ্রমিক আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্ত শ্রমিকরা কোনা কথা না শুনে কারখানাটি ভাঙচুরে চেষ্টা চালায় এবং মহাসড়কে যানজট সৃষ্টি করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে লাঠিচার্জ ও টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: