আজ শুক্রবার সারা দেশের জেলা পর্যায়ে ও আগামীকাল শনিবার মহানগরগুলোতে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এই কর্মসূচির বিপরীতে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। রাজধানী ঢাকাসহ জেলা মহানগরগুলোতে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

বিএনপিকে রাজপথ ফাঁকা ছেড়ে দেবে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিগত দিনের মতোই বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। আজ ও আগামীকাল বিএনপির কালো পতাকা মিছিলের জবাবে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মতে, বিএনপি সুযোগ পেলেই রাজপথে সহিংসতার চেষ্টা করবে, জনগণের জানমালের নিরাপত্তা হুমকিতে ফেলবে। এই শঙ্কা থেকেই রাজপথে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের কর্মসূচির ধরন বুঝে পাল্টা কর্মসূচি নিয়ে নিয়মিত মাঠে থাকবে আওয়ামী লীগও।
আপনার মূল্যবান মতামত দিন: