
বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে অনাস্থা জানিয়ে ও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দলটির ঢাকা মহানগর উত্তরের আটটি থানার ৬৬৮জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
গতকাল বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের কথা জানান দলটির ওই নেতা-কর্মীরা।
নির্বাচনে ভরাডুবির পর দলীয় নেতৃত্বের অসহযোগিতা, সাংগঠনিক দুর্বলতাসহ নানা অভিযোগে নির্বাচনের পর থেকেই নেতা-কর্মীদের বিক্ষোভ, চেয়ারম্যান ও মহাসচিবকে পদত্যাগের আল্টিমেটাম দেয়া ও কমিটি বিলুপ্ত ঘোষণার পর এই ঘটনা ঘটলো।
আপনার মূল্যবান মতামত দিন: