ঢাকা-সিলেট-ঢাকা হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গন্তব্য এখন চট্টগ্রাম। বন্দরনগরীতে বিপিএলের ম্যাচ মাঠে গড়াবে আগামী পরশু থেকে। তার আগে গতকাল থেকে দলগুলো চট্টগ্রাম যাওয়া শুরু করেছে। আজ চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস।

বাসে অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটার, কোচিং স্টাফ কিংবা অন্য কোনো সদস্য ছিলেন না। ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনা ঘটে সীতাকুণ্ডে। লরির ধাক্কায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি । এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।
আপনার মূল্যবান মতামত দিন: