ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির সাথে চুক্তি করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১০

জাতীয় দলের স্পন্সর হিসেবে আবারও ফিরছে রবি। নতুন স্পন্সর হিসেবে সাড়ে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বিসিবি এবং রবি। আগামী ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রবির স্পন্সর।

আগের স্পন্সর দারাজের সাথে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন স্পন্সরের খোঁজে ছিল বিসিবি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে পিঠাপিঠি দুই সিরিজে স্পন্সর ছাড়াই খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগেই মিলেছে স্পন্সর। জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির সাথে চুক্তি করতে যাচ্ছে বিসিবি।

বিসিবির এক সূত্রে জানা গেছে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি মিরপুরে জাতীয় দলের স্পন্সরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিসিবি। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত জাতীয় দলের স্পন্সর হিসেবে থাকবে রবি। এই সময়ে আছে বেশ কিছু বড় টুর্নামেন্ট। ২০২৪ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপও। এসব টুর্নামেন্টে রবির লোগো দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সি, ট্রাউজার, ক্যাপে। সেই সাথে ঘরে বাইরে দ্বিপাক্ষিক সিরিজ তো আছেই। 



আপনার মূল্যবান মতামত দিন: