ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে বরিশাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫

২৩ ফেব্রুয়ারি ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় চতুর্থ ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্লে-অফ নিশ্চিত  করেছেন ফরচুন বরিশাল। আজ লিগ পর্বে নিজেদের ১২তম ও শেষ ম্যাচে বরিশাল ৬ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

এই জয়ে ১২ ম্যাচে ৭ জয় ও ৫ হারে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় স্থান নিশ্চিতের মাধ্যমে  প্লে-অফে খেলবে বরিশাল। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে চতুর্থস্থানে থেকে প্লে-অফ খেলতে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টুর্নামেন্টের নিয়মনুযায়ী, টেবিলের তৃতীয় ও চতুর্থ দল প্লে-অফে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। সেক্ষেত্রে আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে লড়বে বরিশাল ও চট্টগ্রাম। একই দিন প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স (১২ ম্যাচে ১৮ পয়েন্ট) এবং কুমিল্লা (১২ ম্যাচে ১৬ পয়েন্ট)।



আপনার মূল্যবান মতামত দিন: