
২৮ ফেব্রুয়ারি ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ঘরের মাঠে কোপা আমেরিকার প্রস্তুতিকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস সকার গতকাল এই ঘোষনা দিয়েছে।
আগামী ৯ জুন মেরিল্যান্ডের ল্যান্ডোভারের ফেডএক্স ফিল্ডে কলম্বিয়া ও ১২ জুন ওরল্যান্ডের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র।
কোপা আমেরিকা আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে কনমেবল থেকে ১০টি দল, কনকাকাফ থেকে ছয়টি দল মিলে সর্বমোট ১৬ দল ৩২ ম্যাচে অংশ নিবে।
আপনার মূল্যবান মতামত দিন: