
মৌসুমের শেষ দিকে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি বায়ার্ন মিউনিখ। আগেই হারিয়েছে জার্মান কাপের শিরোপা। লিগ শিরোপাও যে হাতছাড়া হতে চলেছে, তা একরকম ধরেই নিয়েছে দলটির সমর্থকরা। চ্যাম্পিয়নস লিগেও খাদের কিনারায় বাভারিয়ানরা।
শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর মাঠ থেকে হেরে এসেছে ১-০ গোলে। পরের রাউন্ডে যেতে হলে আজ ঘরের মাঠে জয় ছাড়া বিকল্প নেই বায়ার্নের সামনে। ফিরতি লেগ খেলতে মাঠে নামছে পিএসজিও, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। সর্বশেষ পাঁচ ম্যাচে বায়ার্নের জয় মাত্র একটিতে।
আপনার মূল্যবান মতামত দিন: