ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪ ১৫:৩০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪ ১৫:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ সিরিজ হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।  একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। টি-টোয়েন্টির সাথে টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী ২৮ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকায় এসে সেদিনই চট্টগ্রামে চলে যাবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই স্টেডিয়ামে ৫ এবং ৭ মে আয়োজিত হবে পরের দুই ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। তৃতীয় ম্যাচ আয়োজিত হবে দুপুর ৩টায়।

শেষ দুই ম্যাচের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে দুই দল। ১০ মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে চতুর্থ টি-টোয়েন্টি। ১২ মে একই স্টেডিয়ামে আয়োজিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। চতুর্থ ম্যাচ আয়োজিত হবে সন্ধ্যা ৬টায় এবং পঞ্চম ম্যাচ সকাল ১০টায়। সিরিজ শেষে ১৩ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল।



আপনার মূল্যবান মতামত দিন: