ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪ ১৫:৫৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪ ১৫:৫৮

১৯ মার্চ ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : যুক্তরাষ্ট্রের মাটিতে আসন্ন দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলা হচ্ছে না অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে তিনি দলের বাইরে থাকবেন বলে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন নিশ্চিত করেছে। 

ইন্টার মিয়ামির এই সুপারস্টারের আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় এল সালভাদোর ও ২৬ মার্চ লস এ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টাইন দলে থাকার কথা ছিল। তবে গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে নাশভিলের বিপক্ষে মিয়ামির ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি।

আর্জেন্টাইন ফেডারেশন এক্স’এ এক পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনার অধিনায়ক মেসি ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য ইনজুরির কারনে যুক্তরাষ্ট্রের দুটি প্রীতি ম্যাচে দলের বাইরে থাকছেন। 

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: