
২৯ মার্চ ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : প্রথম ম্যাচে ভরাডুবির পরও সাকিব আল হাসানের অন্তর্ভুক্তিতে টাইগারদের ড্রেসিংরুমে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করেন চন্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালনের সুযোগ পাওয়া সহকারী কোচ নিক পোথাস।
প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হারে বিধ্বস্ত হয়ে পড়েছিলো বাংলাদেশ। পোথাসের মতে, বাঁচা-মরার ম্যাচের আগে সাকিবের উপস্থিতি দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে। শেষ ম্যাচ জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করতে বদ্ধপরিকর টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।আজ চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন সেশন শেষে পোথাস বলেন, ‘সাকিব দলে এসে প্রশান্তি ফিরিয়ে এনেছে।’
আপনার মূল্যবান মতামত দিন: