ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

টেস্টে নতুন মাইলফলকের সামনে মুমিনুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ২৩:২৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ২৩:২৫

টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক। আগামীকাল শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৫ রান করতে পারলেই দেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মুমিনুল।

মুমিনুলের আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহীম (৫৬৭৬), তামিম ইকবাল (৫১৩৪) ও সাকিব আল হাসান (৪৪৫৪)।

২০১৩ সালের মার্চে গল-এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুমিনুলের। এখন পর্যন্ত ৬০ টেস্টের ১১২ ইনিংসে ১২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৫৯ গড়ে ৩৯৭৫ রান করেছেন। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুল।



আপনার মূল্যবান মতামত দিন: