ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
চেয়ারম্যান পদে ৮, ভাইস-চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন

সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে ২৪ জনের মনোনয়ন পত্র দাখিল

odhikar patra | প্রকাশিত: ৩ মে ২০২৪ ০১:২৬

odhikar patra
প্রকাশিত: ৩ মে ২০২৪ ০১:২৬

মো.আহসানুল ইসলাম আমিন, প্রধান প্রতিবেদক:

আসন্ন উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ৩টি পদে মোট ২৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানাযায়।

উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন- তার হলেন,উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. আওলাদ হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ ,  উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ , আব্দুল্লাহ আল জাদীদ ইরান, এডভোকেট শমরেশ নাথ, কে. এম. তরিকুল ইসলাম রতন ( সাবেক সচিব), মোস্তফা মিয়া। 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন- তার হলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সুমন , উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য শেখ মনির হোসেন মিলন, মামুন হোসেন, এ এস এম শাহাদত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট একেএম আবুল কাশেম  , উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল  , উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর আলী ( জাবেদ ওমর), মো. রাসেল মুন্সী, শামীম সিকদার , উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মো. আরাফাত শেখ রাসেল । 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তার হলেন - এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, আখি শাহিন, আয়শা আক্তার,  লুৎফুন নাহার (খুকুমণি), ফারহানা আক্তার লিজা, ফরিদা ইয়াসমিন সম্পা।

উল্লেখ্য আগামী ২৯ মে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এ উপজেলায় ভোট গ্রহণ হবে ব্যলটের মাধ্যমে। এছাড়া মনোনয়ন পত্র যাচাই বাছাই ৫ মে, আপিল সিদ্ধান্ত ৬ - ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ - ১১ মে, প্রার্থীতা প্রত্যাহার ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং প্রচার প্রচারণার শেষ সময় ২৭ মে রাত ১২ টা পর্যন্ত। #



আপনার মূল্যবান মতামত দিন: