ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

১৭৮২ দিন পর সাকিবের ব্যাটে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৪ ২২:১১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২৪ ২২:১১

৩ মে, ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : দীর্ঘ পাঁচ বছর পর যেকোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। আজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে সুপার লিগ পর্বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে নামা সাকিব।

তার ১০৭ রানের ইনিংসের পরও গাজী গ্রুপের কাছে ২ উইকেটে হেরেছে শেখ জামাল। ১২৫ রানের ইনিংস খেলে গাজীর জয়ে অবদান রাখেন মাহফুজুর রাব্বি। 

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শেখ জাামল। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৭ রান করেন সাকিব।

উল্লেখ্য ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন সাকিব



আপনার মূল্যবান মতামত দিন: