ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দ্বিতীয়বারের মত প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৪ ২০:০৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৪ ২০:০৭

২০ মে ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ইংল্যান্ডে নিজের দ্বিতীয় মৌসুমে দ্বিতীয়বারের মত প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব দেখালেন আর্লিং হালান্ড। তার দল ম্যানচেস্টার সিটি রোববার শেষ ম্যাচে ৩-১ গোলে ওয়েস্ট হ্যামকে পরাজিত করে টানা চতুর্থবারের মত লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। 

অভিষেক মৌসুমে যেখানে সব ধরনের প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোলসহ মোট ৫২ গোলে করেছিলেন, সেখানে এবার ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার লিগে করেছেন মাত্র ২৭ গোল। 

কিন্তু তারপরও তার দল সিটিকে উপহার দিয়েছেন রেকর্ড টানা চতুর্থ লিগ শিরোপা। ইংলিশ লিগে কোন দলই এর আগে এই রেকর্ড অর্জন করতে পারেনি। 

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: