ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে আমাদের দক্ষিণ আফ্রিকা বা শ্রীলংকাকে হারানো উচিত : মাশরাফি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৪ ২১:৪৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৪ ২১:৪৭

২০ মে ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলার জন্য ‘ডি’ গ্রুপের শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যে একটি দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা 

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা ছাড়াও নিজেদের গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেহেতু গ্রুপ থেকে দু’টি দল সুপার এইটে খেলার টিকিট পাবে, এজন্য নিশ্চিন্তে পরের রাউন্ডে জায়গা করে নিতে তিনটি জয় দরকার টাইগারদের।

আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনের পর মাশরাফি বলেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানোর সামর্থ্য আছে। তাই আমি মনে করি আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া উচিত। আমাদের অন্তত ঐ দু’দলের একটিকে হারানো উচিত।’ 



আপনার মূল্যবান মতামত দিন: