ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

৫৮ লাখ টাকায় তাসকিনকে দলে নিলো কলম্বো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৪ ১৯:১০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৪ ১৯:১০

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেয়েও খেলার সুযোগ পান না। এ নিয়ে আক্ষেপ ছিল তাসকিন আহমেদের। বিপিএলের পর জিম-আফ্রো টি-টেন ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে। বাংলাদেশের তারকা এই পেসার এবার চড়া মূল্যে দল পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।

এলপিএলের নিলামে তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৮ লাখ টাকা। এই দামে তাকে কিনে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের নাম ওঠে নিলামে। তার আগে লিটন দাস ও মুশফিকুর রহিমের নাম উঠলেও তারা অবিক্রিত থেকে যান। 



আপনার মূল্যবান মতামত দিন: