
২ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিা ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে রেকর্ড ১৫ বারের মত শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ওয়েম্বলিতে শনিবার ডানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের গোলের মাদ্রিদের জয় নিশ্চিত হয়।
রাইট-ব্যাক কারভাহাল ৭৪ মিনিটে টনি ক্রুসের কর্ণার থেকে দুর্দান্ত হেডে মাদ্রিদকে এগিয়ে দেন। এরপর ৮৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র স্প্যানিশ জায়ান্টদের জয় নিশ্চিত করেন।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হিসেবে আগেই মাদ্রিদের গায়ে যে জনপ্রিয়তার তকমা লেগেছিল এই জয়ে তা আরো কিছুটা সমৃদ্ধ হলো।
আপনার মূল্যবান মতামত দিন: