
নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা মহানগর দক্ষিণ গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ড যুবলীগের এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ।
কর্মী সভায় মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন, সদ্য বিলুপ্ত এই কমিটির সকল নেতা কর্মীদেরকে যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট ভাই এর পক্ষ থেকে অভিবাদন।
তিনি আরো বলেন, সম্রাট ভাই তার বাবার দোয়া মাহফিলে অংশ গ্রহন করায় আপনাদের প্রতি তার শুভ কামনা জানিয়েছেন এবং রাজনীতির ক্ষেত্রে সকল কর্মকান্ডেও আপনাদের স্বতঃফুর্ত অংশ গ্রহন দেখতে চায়।
মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ আরো বলেন, যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট ভাই এর নির্দেশনা মোতাবেক এই ৪৫ নং ওয়ার্ডের সকল দ্বায়ভার আমার ওপর বর্তাবে। আপনারা সফল হলে নেতা আমার দিকে শুভ দৃষ্টি দিবেন। আর আপনাদের অসহযোগিতায় রাজনীতিতে আমার এবং আপনাদের টিকে থাকা হবে দায়।এ জন্য আসুন ঐক্যবদ্ধ হই। সকলে মিলে যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাটের হাতকে শক্তিশালী করে যুবলীগের প্রাণ পুরুষ, যুব সমাজের অহংকার, যুব দর্শনের প্রবক্তা, যুব জাগরণের কান্ডারী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা মোতাবেক রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দর্শন বাস্থবায়নের লক্ষে যুবলীগকে অগ্রনী ভুমিকা রাখতে হবে।
এছাড়াও আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবুল, ওয়ার্ড কাউন্সিলর হেলেনা ইয়াসমিনসহ আরো অনেকেই।
আপনার মূল্যবান মতামত দিন: