ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

প্রয়োজনে ছোট-বড় করা যাবে টিভি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৮ ০৮:০৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৮ ০৮:০৩

আমাদের অধিকারপাত্র ডটকমঃপৃথিবীর প্রথম মাইক্রো এলইডি টিভি আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ‘দ্য ওয়াল’ মডেলের এই টিভিটি এবারের কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে(সিইএস) প্রদর্শন করা হয়। ৯ থেকে ১২ জানুয়ারি এই শো যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে অনুষ্ঠিত হয়। 

এই টিভির স্ক্রিন সাইজ ১৪৬ ইঞ্চি। এটি টিভি তৈরি নন-অরগানিক মেটিরিয়াল। এই টিভি চলতে কোন ব্যাকলাইট বা কালার ফিল্টারের প্রয়োজন হয় না।

এটি একটি মডিউলার টিভি, ফলে আপনি আপনার প্রয়োজন ও বাজেট মতো ঠিক করে নিতে পারেন নিজের টিভির সাইজ ও ফিচার। 

দ্য ওয়াল অসংখ্য মাইক্রো এলইডি একসাথে মিলে স্ক্রিনে ছবি তৈরি করে।

এটি খানিকটা খেলার মাঠে স্কোরবোর্ডের মতো। 



আপনার মূল্যবান মতামত দিন: