ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাণিজ্য মেলায় স্বতঃফূর্তভাবে বিনোদন চলছে প্রতিবন্ধী শিশুদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮ ০০:১৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮ ০০:১৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আগারগাঁও ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার শুরু থেকেই বিনোদন পার্ক সারিকা ফ্যান্টাসী এ্যামাজিং ওয়াল্ডে দেয়া হচ্ছে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের বিনামূল্যে বিনোদন।

এরই অংশ হিসাবে সোমবার মেলায় আগত দুটি স্কুলের প্রতিবন্ধী ও অটিজম শিশুদের সাথে বিনোদন কার্যক্রমে অংশগ্রহন করেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মহিউদদিন আহেমেদ।

এর আগে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি। এছাড়া সম্প্রতি প্রতিবন্ধী শিশুদের সাথে বিনোদন কার্যক্রমে অংশগ্রহন করেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। সোমবার ডাসওয়াব নামক একটি প্রতিবন্ধী ও সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠানের হাজারীবাগ শাখার ২৫জন অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুসহ ফেসেস স্পেশাল কিডস স্কুলের প্রায় ৩৫ জন শিশু।

প্রতিবন্ধী বাচ্চাদের সাথে সারিকা ফ্যান্টাসী এ্যামাজিং ওয়ার্ল্ডে এসে মহিউদদিন আহেমেদ বলেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত। বাণিজ্য মেলা মানে যে শুধু সুস্থ্য শিশুদের বিনোদেন তা নয় প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্যও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে তা প্রশংসনীয়। এবং মেলায় অন্য যে সব বিনোদন পার্ক রয়েছে তাদের কাছেও এটি অনুকরনীয়। এসময় পার্কের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ সহ মালখানাগর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আহসানুল ইসলাম আমিন, গ্লেয়ার ইন্টারন্যাশনার স্কুল এর অধ্যক্ষ জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পার্কে আগত প্রতিবন্ধী ও অটিজম শিশুদের বিনামূল্যে বিনোদনসহ শীতবস্ত্র বিতরন করা হয়। মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মেলায় শুরু থেকেই সারিকা ফ্যান্টাসী এ্যামাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য সব রাইড ফ্রি। একই সাথে রাজধানীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে তারাও শিশুদের নিয়ে ফ্রি বিনোদন উপভোগ করছে। তিনি বলেন, বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরনায় আমি বাণিজ্য মেলায় আমার পার্কে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য ফ্রি বিনোদনের ব্যবস্থা রেখেছি। আমি আগেও যখন বাণিজ্য মেলায় পার্ক দিয়েছিলাম তখনও এ সুযোগ রেখেছিলাম। এখানে আমার কোনো ব্যবসায়ী চিন্তা নেই। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা প্রত্যাশা করি।



আপনার মূল্যবান মতামত দিন: