
আমাদের অধিকারপত্র ডটকম: শুক্রবার ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর নেতৃতে কেরানীগঞ্জ এর শ্যামল বাংলা রিসোটে বনভোজন-২০১৮ইং এর উদ্দেশ্যে সাকাল ৭ টায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নগর নেতাকর্মীগণ বাসযোগে যাএা করেন এবং তারা বিভিন্ন ভাবে আনন্দ উল্লাসে মেতে উঠেন|
যাএা পথে ইসমাইল চৌধুরী সম্রাট সবাইকে বলেন, আজকের জন্য আমরা সবাই বন্ধু ১০.০০ টায় গন্তব্য স্থলে পৌঁছে সম্রাট বাহীনি , সে সময় হাল্কা রেস্ট এবং নাস্থা করে, তারপর শুরু হয় প্রিতি ফুটবল ম্যাচ , মহানগর বনাম ওয়ার্ড যুবলীগ, ইসমাইল চৌধুরী সম্রাটের ক্রীড়া নৈপুন্য এবং তার দেওয়া গোলে জয় পায় মহানগর টিম। তারপর গোসল করে জুমার নামাজ পরে দুপুরের খাবার খায় যুবলীগ নেতা কর্মীগণ।
তারপর কর্মীদের উদ্দেশ্য আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন যুবলীগ এর চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথী ছিলেন আলহাজ্ব হারুনুর রশীদ , কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যন শাহীনও সে সময় উপস্থীত ছিলেন।
তারপর আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এরপর ৩:৪০টায় শুরু হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান, রবী চৌধুরী , আঁখি আলমগির ,প্রমি গান পরিবেশন করেন।
তারপর স্টেজে আসেন ইসমাইল চৌধুরী সম্রাট । গাইলেন মনখুলে, দৃষ্টি প্রদিপ জেলে খুঁজেছি তোমায় ফেলে আসা দিন গুলো মনেপরে যায়। বাংলার পপ সম্রাট আজম খানের বিখ্যাত রেললাইনের ঐ বস্তি জন্মে ছিল একটি ছেলে এই গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। সম্রাটের গান সবাই মুগ্ধ হয়ে শুনে, নাচে এবং সম্রাটের গান ভিডিও করার জন্য-ছবি তোলার জন্য প্রতিযোগিতা শুরু হয়।
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ বলেন , রবি চৌধুরী, আখি আলমগীর এরা অবশ্যই গুণী শিল্পি ,কিন্তু আমাদের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ভাই রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি তার মুখে আজকে প্রথম গান শুনলাম। আমার কাছে আখি, রবি, প্রমি এদের গানের থেকে সম্রাট ভাইয়ের গানই ভালো লেগেছে।
বনভোজন অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা ও সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি, জনাব ইসমাইল চৌধুরী সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা ঢাকা মহানগর দক্ষিণ এর আওতাধীন সকল ওয়ার্ড, থানা ও মহানগরের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: