ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ব্যবসায়ীদের কথা বিবেচনা করে চার দিন সময় বাড়ালো বাণিজ্য মেলার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৮ ২৩:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৮ ২৩:৫৮

আমাদের অধিকারপত্র ডটকমঃ ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে আগামী ৪ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার।

মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তা ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রউফ সাংবাদিকদের জানিয়েছেন,ব্যবসায়ীরা মেলার সময় পাঁচ দিন বাড়ানোর আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিন সময় বাড়ানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার।  

গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: