ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে : গয়েশ্বর চন্দ্র রায়

odhikarpatra | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ২০:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ২০:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,  দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। 

আজ বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন ও ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা এসময় উপস্থিত ছিলেন।

সুত্র : বাসস



আপনার মূল্যবান মতামত দিন: