odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৬:২৬

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৬:২৬

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় ড্যানিয়েল পল (৪৯) নামের এক অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উখিয়া উপজেলার ইনানী সোনারপাড়ার ডেইলপাড়া মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ড্যানিয়েল পল মেরিন ড্রাইভে ভাড়ায়চালিত মোটরসাইকেলে ঘুরছিলেন। মোটরসাইকেলটি এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন,
ড্যানিয়েল অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা।

তিনি আরও জানান, উখিয়ার সোনারপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ধরে যাওয়ার সময় ওই পর্যটক তার ভাড়া করা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চার দিন আগে তিনি কক্সবাজারে এসে কলাতলীতে মডার্ন রিসোর্টে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে তিনি ইনানী বিচ থেকে ফিরছিলেন। তার নিহত হওয়ার তথ্য ঢাকার অস্ট্রেলিয়ান দূতাবাসকে অবহিত করা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: