ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইসলামি ঐতিহ্য পর্যটনের অংশিদারিত্বের দিকে বাংলাদেশের দৃষ্টি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৭

ইসলামিক ঐতিহ্য পর্যটনে নতুন দ্বার উন্মোচনের দিকে বাংলাদেশের দৃষ্টির অংশ হিসেবে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নিয়ে এই সপ্তাহে ঢাকায় ইসলামিক পর্যটন সম্পর্কিত এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাসির উদ্দিন আজ বাসসকে বলেন, প্রথমবারের মত বাংলাদেশে ইসলামিক দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি আমরা মুসলিম বিশ্বে ইসলামিক ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছি।


ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্ট্রি (আইসিটিএম) শীর্ষক সম্মেলনটি আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূলভাব ‘প্রমোটিং রিজিওনাল ইন্টিগ্রেশন থ্রু ট্যুরিজম’।


ড. নাসির বলেন, ওআইসি-র ৫৭ টি সদস্য দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের আমরা অনুষ্ঠানে স্বাগত জানাতে এবং মুসলিম বিশ্বে নেতৃবৃন্দের সামনে আমাদের ইসলামিক ঐতিহ্য তুলে ধরতে আমরা প্রস্তুত।


তিনি বলেন, ওআইসি বুঝতে পেরেছে যে ট্যুরিজম খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশকে সদস্য দেশগুলো নিয়ে এই খাতে বিভিন্ন সম্মেলন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে তারা উৎসাহিত করছে।


সম্মেলনে প্রধান যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা হলো, ইসলামিক পর্যটন খাতের উন্নয়ন, পর্যটন খাতের অবকাঠামোগত উন্নয়ন, ওআইসি ট্যুরিজম ফেয়ার এবং ২০১৯ এবং ২০২০ সালে ওআইসি ট্যুরিজম এ্যাওয়ার্ড।


আইসিটিএম-এর প্রতি মিটিং এ ওআইসির সদস্য দেশগুলোর মধ্য থেকে দুটি শহরকে ‘ক্যাপিটাল অব ইসলামিক ট্যুরিজম ঘোষণা করার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ অথবা ২০২০ সালে ঢাকাকে ইসলামিক ট্যুরিজমের রাজধানী হিসেবে ঘোষণা করার প্রস্তাব করা হবে।


এরআগে ৯ম অধিবেশনে ২০১৭ সালে মদিনা ও ২০১৮ সালের জন্য ইরানের তাবরিজকে ইসলামিক ট্যুরিজমের নগরী হিসেবে ঘোষণা করা হয়।


ড. নাসির বলে, ইন্দো-ইসলামিক ঐতিহ্যগত কারণে মসজিদের নগরী ঢাকাকে ইসলামিক ট্যুরিজম সিটি ঘোষণা করার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদি। যদি হয় তাহলে মুসলিম বিশ্বে ঢাকার ইসলামিক ট্যুরিজম তুলে ধরে পর্যটকদের আকৃষ্ট করতে আমরা বছরব্যাপী পরিকল্পনা গ্রহণ করবো।


এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আগামী ২০২০ সালে প্রস্তাবিত ৫ম ওআইসি ট্যুরিজম মেলার আয়োজক হতে প্রস্তুতি নিচ্ছে।


এবারের সম্মেলনে আমরা বাংলাদেশে বাস্তাবায়নাধীন ইসলামিক ট্যুরিজমের কিছু নতুন প্রকল্প তুলে ধরব বলে বিটিবি এর প্রধান নির্বাহী জানান।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: