odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

টঙ্গীবাড়ীতে বন্দুক ৪৯ রাউন্ড গুলি ২৫ বোতল মদসহ গ্রেফতার ২

odhikarpatra | প্রকাশিত: ৮ December ২০২৪ ১৯:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৮ December ২০২৪ ১৯:৫৬

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ নালা বন্দুক ৪৯ রাউন্ড গুলি ও বিভিন্ন ব্র্যান্ডের ২৫ বোতল মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার উত্তর মুলচর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের সামনে শুক্রবার বিকাল ৩টার সময় অভিযান চালিয়ে মো. সোহেল ছৈয়াল (২৩) নামের যুবককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার নিকট থেকর ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সে উপজেলার বেশনাল গ্রামের মৃত জহুরুল ইসলাম এর ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মতে সদর উপজেলার চর বেসনাল গ্রামের মোছাঃ বেগম (৪৫) এর বাসায় অভিযান চালায় পুলিশ। পরে তার বসত ঘরের সামনে একচালা ছাপড়া রান্না ঘরের মাটির নিচে পুতে রাখা মাটির তৈরী মটকির ভিতরে হতে ৪৬টি বন্দুকের গুলিসহ ২৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং চৌচালা টিনের বসত ঘরের দক্ষিন পাশের টিনের উপর হতে একটি কাঠের বাটযুক্ত কালো রংয়ের দেশীয় লোহার তৈরী সচল একনালা বন্দুক উদ্ধার করা হয়। এ সময় চর বেসনাল গ্রামের হামিদ আকন এর স্ত্রী মোছাঃ বেগম (৪৬) কে আটক করে পুলিশ। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোঃ মহিদুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনি কার্যক্রম শেষে‌ আগামীকাল শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

মোঃ সুমন খান
(মুন্সিগঞ্জ) প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: