odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

টাঙ্গাইলের সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৭:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৭:৩৫

টাঙ্গাইলের জেলায় সখিপুরে  আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার বেড়বাড়ী, ৯ টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল  ৭টায় একটি বেসরকারী কোম্পানীতে চাকুরীজিবী মামুন মিয়া (২৪) নামের এক ব্যাক্তি  সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি  মারা যান ।
নিহত মামুন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। 

এদিকে সকাল ৯ টার দিকে সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের মোটরসাইলকেল আরোহী বৃদ্ধ নিহত হয়। নিহত বৃদ্ধা মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

অন্যদিকে সখিপুর উপজেলার জোড়দিঘী এলাকায় মাছ কেনার জন্য যাওয়ার পথে সিএনজির চাপায় আবু বকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর নিহত হয়েছে। নিহত আবু বকর  উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশগুলো ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: