
আজ চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের একাদশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার কাজীবাড়ির নিজ বাস ভবনসহ জেলা শহরের মসজিদগুলোতে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর থেকেই শিল্পী আনোয়ার হোসেন নানা বৈচিত্র্যময় ছবি এঁকেছেন।
১৯৮৮ সালের বন্যার ছবি এঁকে একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেন। সেই ছবি বিক্রির টাকা বন্যার্তদের সহায়তার প্রদান করেন।
কাজী আনোয়ার হোসেনের আঁকা ছবি জাতীয় জাদুঘরসহ দেশের অনেক আর্ট গ্যালারি ও ৬০টি জেলা প্রশাসকের কার্যালয়ে রক্ষিত আছে।
তিনি ২০১৬ সালে শিল্পকলায় (চিত্রকলা) মরণোত্তর একুশে পদক লাভ করেন।-খবর বাসসের
আপনার মূল্যবান মতামত দিন: