
আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো..। পহেলা ফালগুন ঋতুরাজ বসন্ত, কোকিলের কুহুতান জানান দিচ্ছে, আজি বসন্ত জাগ্রত দ্বারে..। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজে আজ মঙ্গলবার বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাহমুদ উল আলা বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: ইব্রাহীম খলিলুল্লাহ।
কলেজ চত্বরে আয়োজিত বসন্তবরণ উৎসবে নৃত্য পরিবশন করে তামান্না, মিতু ও লীজা। দেশাত্ববোধক সংগীত পরিবেশন করে ইসমত জাহান, রীমা ও কানিজ ফাতেমা। আবৃত্তি করেন মেহজাবিন সোমা।
শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করা হয় সুন্দরী প্রতিযোগিতার। কলেজের শিক্ষক সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বসন্তবরণ উৎসবে যোগদান করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।-খবর বাসসের
আপনার মূল্যবান মতামত দিন: