ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আল-কুরআনের জ্ঞান না থাকলে অন্তর চোখ খুলবেনা: ইবি উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৮

odhikarpatra
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৮

ইবি প্রতিবিধি:


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, কুরআন পড়লে মহা সত্যের সন্ধান পাওয়া যাবে।  প্রকৃতপক্ষে কুরআন মাজিদের জ্ঞান মানুষের হৃদয়কে আলোকিত করে। তিনি বলেন, এই কুরআনে মাজিদের  জ্ঞান যদি না থাকে তাহলে অন্তর চোখ খুলবেনা।


গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আল-কুরআন এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের অ্যালামনাই পুনর্মিলনীতে এসব কথা বলেন।


ইবির প্রথম বিভাগ আল-কুরআন এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের ১ম অ্যালামনাই পুনর্মিলনীতে কয়েক সহস্র প্রক্তন শিক্ষার্থী মিলনমেলায় আল-কুরআন বিভাগের শিক্ষার্থীদের তিনি এ দিকনির্দেশনা দেন।


তিনি বলেন, আমাদের অনেক দিন পর্যন্ত সুযোগ ছিল না এ কাজ করার। কারণ দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কুরআনের জ্ঞানের কোনো চর্চা হয়নি।

যেসকল  ওলামাদের আপনারা দেখেছেন,কোনো খুৎবা তৈরি করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন দিয়ে। সেই খুৎবা কুরআনের কথা বলার খুৎবা না। কুরআনের চর্চা বাংলাদেশে ছিল না। 

 

তিনি কুরআনের অ্যালামনাইদের উদ্দেশ্যে বলেন,  কুরআনের শিক্ষা যারা অর্জন করেছে তাদের সম্মানের উপর করো সম্মান নেই। এই জ্ঞান আল্লাহর জ্ঞান। এই শিক্ষার দাবি অন্য শিক্ষার থেকে ভিন্ন।আপনার কাজ হলো কুরআনের শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আপনাদের কর্তব্য হলো কুরআনের জ্ঞানের চর্চা করা ও গবেষণা করা।


উপাচার্য বলেন, এই সমাজকে কুরআনের আলোকে আলোকিত করার দায়িত্ব আপনার।এটা কুরআনের দাবি।

এই দাবি যদি পূরণ না করতে পারলে

আল-কুরআন বিভাগে শিক্ষা গ্রহণ করা আর অন্য বিভাগে শিক্ষা গ্রহণ করা সমান কথা।

আপনারা এই কুরআনকে পৌছানোর দেওয়ার কাজ করবেন। 'আমরুবির মারুফ ওয়ান নেহি আনির মুনকারের'  কাজ করবেন করবেন।

 


মো. সামিউল ইসলাম 

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 

মোবাইল: ০১৭৭৫-৬৯৮০০৩



আপনার মূল্যবান মতামত দিন: