ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নির্বাচনে খালেদার অংশগ্রহণের বিষয়টি আদালতের এখতিয়ার : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি-না তা আদলতের এখতিয়ার। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের সময় দায়ের করা হয়েছিল।


ওবায়দুল কাদের আজ ফেনী সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের সময় শুধু মাত্র মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর আদালত এ বিচার কাজ সম্পন্ন করেছে। এ মামলার বিচার কার্যক্রমের সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই। সেতুমন্ত্রী কাদের বলেন, কারাবন্দি বেগম জিয়াকে তার বাসার কাজের লোক কারাগারে রাখার অনুমতি পর্যন্ত দেয়া হয়েছে যা নজির বিহীন।


সভায় জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বি.কম সহ জেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: