odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

মারা গেলেন ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার লরেন্স

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৫ ২৩:৫৯

মোটর নিউরন ডিজিজ (এমএনডি) নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড ‘সিড’ লরেন্স। 

গেল বছর এমএনডি রোগে আক্রান্ত হন লরেন্স। এরপর ধীরে ধীরে তার মস্তিস্ক, মাংসপেশি দুর্বল ও নষ্ট হতে থাকে। এই রোগের কোন চিকিৎসা ছিল না। তারপরও এই রোগ সর্ম্পকে সচেনতা বাড়াতে এবং অর্থ সংগ্রহের কাজ করেছেন তিনি।  

শেষ পর্যন্ত এক বছর এমএনডি নামে দুরারোগ্য ব্যাধির সাথে লড়াই করে হার মানেন লরেন্স। 

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে ১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেক হয় লরেন্সের। লর্ডসে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। এরপর চার বছরে দেশের হয়ে ৫ টেস্ট খেলে ১৮ উইকেট শিকারের পাশাপাশি ৬০ রান করেন লরেন্স। ১টি ওয়ানডেও খেলেছেন তিনি। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১১ ওভার বল করে ৬৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন লরেন্স। 
প্রথম শ্রেনির ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের হয়ে ২৮০ ম্যাচ খেলে ৬২৫ উইকেট শিকার করেন লরেন্স। 
২০২২ সালে কাউন্টি ক্রিকেট ক্লাব গ্লুচেস্টারশায়ারের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি নির্বাচিত হন লরেন্স। 

চলতি মাসেই রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে এমবিই খেতাব প্রদান করা হয় লরেন্সকে।

এক বিবৃতিতে লরেন্সের পরিবার থেকে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে, মোটর নিউরন রোগের সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন লরেন্স। ‘সিড’ মাঠে ও মাঠের বাইরে ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ। বিশেষ করে তার পরিবারের জন্য।



আপনার মূল্যবান মতামত দিন: