odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হানের ইন্তেকালে শোক প্রকাশ বাংলাদেশ আওয়ামী লীগের

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৫ ০২:১০

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৫ ০২:১০

যশোর জেলা  প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রেস বিজ্ঞপ্তিতে দলটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

দলের পক্ষ থেকে জানানো হয়—অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান রাজনীতি, সংগঠন ও সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ গোটা রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি ২৯ নভেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: