ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১৬:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১৬:৩৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তাদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। অপরাধী বা অন্যায়কারীদের গ্রেফতার করা হবে। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।


আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

গোপালগঞ্জে যে এমন ঘটনা ঘটবে সে বিষয়ে গোয়েন্দাদের কাছে কোনো তথ্য ছিল কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এতোটা যে হবে ওই তথ্য ছিল না।’

ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে কী পদক্ষেপ নেবেন, জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কালও তো নির্দেশনা দিয়েছি ওখানে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে। এখন গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতেরও খবর পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: