
ফেনী জেলার পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া সীমান্তে বৃহস্পতিবার মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিল্লাত হোসেন (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আফসার (৩০) নামে আরেকজন গুরুতর আহত হন। মিল্লাত ও আফসার ওই গ্রামেরই বাসিন্দা।
ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাত প্রায় ১২টার দিকে সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনে বাড়ি থেকে বের হন। সেসময় মিল্লাত হোসেন ও আফসারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই মিল্লাত মারা যান। আর আফসারের অবস্থা সংকটজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি সূত্র জানায়, খবর পেয়ে গুথুমা বিওপি টহল দল ২১৬৪/৩এস পিলারের কাছে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে, ওই দুজন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়।
তবে বিএসএফে’র দাবি, তারা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। দু’দেশের চোরাকারবারিরা সীমান্ত এলাকায় একত্রিত হয়েছিল। এ সময় তারা গুলি চালালে মালামাল ফেলে পালিয়ে যায় সবাই। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চোরাই মাল জব্দ করেছে বলেও দাবি করেছে বিএসএফ।
লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, বাংলাদেশিরা কেন শূন্যরেখা অতিক্রম করেছে তা তদন্ত করা হচ্ছে। দ্রুত পতাকা বৈঠক ও প্রতিবাদপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে হতাহতদের পরিবার বলছে, মিল্লাত ও আফসার মাছ ধরতে গেলে বিএসএফ তাদের ওপর গুলি চালায়। মিল্লাত হোসেনের মা পারভিন আক্তার সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।
আপনার মূল্যবান মতামত দিন: