ঢাকা | রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ইবির আইন বিভাগে প্রথম আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০০:২৯

odhikarpatra
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০০:২৯

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগে আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহণ করে বিভাগটির সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রতিনিধি দল এবং রানারআপ হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রতিনিধি দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. রেহেনা পারভিন। অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মেহেরপুর জেলা জজ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান। বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জজ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিলন আলী এবং মো. ওয়াজেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিভাগের অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অধ্যাপক ড. রেহেনা পারভিন বলেন, “আজ ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রথম আন্তঃসেশন প্রতিযোগিতামূলক আয়োজন। শুরুতে শিক্ষার্থীদের মুট কোর্টে আগ্রহ কম ছিল, কিন্তু আমি তাদের উৎসাহ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আজ সেই প্রচেষ্টার ফলেই শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে বলে আমি আশাবাদী।”

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, “আজকের প্রতিযোগিতায় তোমাদের পারফরম্যান্স অত্যন্ত আশাব্যঞ্জক। আমি বিশ্বাস করি, এখান থেকেই তোমরা একদিন খ্যাতিমান মুটার হয়ে উঠবে এবং দেশ-বিদেশে আমাদের বিভাগের প্রতিনিধিত্ব করবে।”

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের যুক্তি-তর্ক, উপস্থাপনা এবং আত্মবিশ্বাস দেখেই বোঝা যায় তারা ভালোভাবেই প্রস্তুত হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে এবং ভবিষ্যতে তাদের আইনি পেশায় দক্ষ করে গড়ে তুলবে।”

আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে আইন পেশার প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে এক নতুন মাত্রা যোগ হলো। এতে বিভাগের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: