ঢাকা | বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচন ইসি’র সীমানা পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০০:২৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০০:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ, ভোটকেন্দ্র নির্দিষ্টকরণ, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আজকের সভার আলোচ্যসূচি ছিল জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ, ভোটকেন্দ্র, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত এবং বিবিধ।

বৈঠক সূত্রে জানা গেছে,  বৈঠকে জাতীয় সংসদের ৭৯টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রাপ্ত আবেদন, জনসংখ্যা, প্রশাসনিক এলাকা ও ইসির নীতিমালার আলোকে সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ইসির এক কর্মকর্তা জানান, বৈঠকে সীমানা নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে এবং কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার-কে সভাপতি করে ‘সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ গঠন করা হয়। কমিটির এটি ছিল ১২তম সভা।



আপনার মূল্যবান মতামত দিন: