odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জেন-জি নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনে ২০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের পদত্যাগ দাবি তীব্র আকার ধারণ করেছে।

ম্যানিলায় জেন-জির বিস্ফোরণ: দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট -এর পদত্যাগ দাবিতে ২০ হাজারের বেশি মানুষের বিক্ষোভ

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:২২

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:২২

ম্যানিলা, ফিলিপাইন | ৩০ নভেম্বর ২০২৫

অধিকার পত্র ডটকম :


বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনের সাফল্যের পর এবার এশিয়ার আরেক দেশ ফিলিপাইনে সরকার পতনের আন্দোলনে নেমেছে জেন-জি প্রজন্ম। সরকারি বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে বিপুল দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট -এর পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন হাজারো মানুষ।

রোববার (৩০ নভেম্বর) জেন-জি নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম (কেবিকেক)–এর ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ম্যানিলার থেকে মিছিল শুরু হয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভকারীদের হাতে ‘মারকোস পদত্যাগ করো’, ‘সব দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহির আওতায় আনতে হবে’—এমন লেখা প্ল্যাকার্ড ছিল। অনেকেই প্রেসিডেন্ট মারকোস ও ভাইস প্রেসিডেন্ট -এর কাগজের প্রতিকৃতি বহন করেন, যেখানে তাদের ‘দুর্নীতিগ্রস্ত কুমির’ রূপে উপস্থাপন করা হয়।

আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ২০ হাজারেরও বেশি

এই আন্দোলনের পটভূমিতে রয়েছে কথিত ট্রিলিয়ন-পেসো বন্যা নিয়ন্ত্রণ কেলেঙ্কারি। অভিযোগ অনুযায়ী, মারকোসের ঘনিষ্ঠ রাজনৈতিক মহল ও প্রভাবশালী ব্যক্তিরা ঘুষের বিনিময়ে ত্রুটিপূর্ণ বা সম্পূর্ণ অবাস্তব বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

সম্প্রতি দুটি ভয়াবহ টাইফুনে ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর জনগণের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে।

কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
এই কেলেঙ্কারির জেরে ইতিমধ্যে সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন।
এছাড়া মামলায় অভিযুক্ত সাবেক আইনপ্রণেতা অভিযোগ করেন, বাজেট কমিটির প্রধান থাকার সময় প্রেসিডেন্ট মারকোস তাকে সন্দেহজনক জনপরিকল্পনা প্রকল্পে অতিরিক্ত ১.৭ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ যুক্ত করার নির্দেশ দেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা (এপি) এই বিক্ষোভ ও অভিযোগের তথ্য নিশ্চিত করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: