odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সরকারি বেতন দান করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Admin 1 | প্রকাশিত: ১৪ March ২০১৭ ২২:৩৭

Admin 1
প্রকাশিত: ১৪ March ২০১৭ ২২:৩৭

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সরকারি বেতন দান করে দেবার পরিকল্পনা করছেন। প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, এ বছরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর বেতন দান করে দেবেন।

নির্বাচনী প্রচারণার সময় মি: ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট হলে সরকারি চার লাখ ডলার বেতন নেবেন না তিনি।

তবে প্রেসিডেন্টের বেতন কোথায় দান করা হবে সেটি এখনো ঠিক হয়নি। মি: স্পাইসার সাংবাদিকদের বলেছেন, মি: ট্রাম্প তাঁর সরকারি বেতন কোথায় দান করবেন সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ বা সাহায্য পেলে তিনি খুশি হবেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক বেতন চার লাখ ডলার। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, আইন মেনে তাকে হয়তো এক ডলার নিতে হবে।

অতীতে মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট হুবার ও জন এফ কেনেডি তাদের প্রেসিডেন্ট পদের জন্য নির্ধারিত বেতন দাতব্য কাজে দান করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: