
সাইকেলে বিশ্বভ্রমনকারি ও সাইক্লিষ্ট আবুল হোসেন আসাদ এর সাইকেল চালনা এবং উপস্থাপনায় আরবের পথে পথে অনুষ্ঠানটি চিত্রায়িত হয়েছে ওমান , সংযুক্ত আরব আমিরাত ও সউদি আরবে।
আরবের পথে পথে অনুষ্ঠানটি এখন প্রচারিত হচ্ছে রমযান মাসের প্রতিদিন বিকেল ৪ টা ৪৫ মিনিটে একুশে টিভিতে। বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনে এই প্রথম কোন সাইকেলের ট্রাভেল শো প্রচারিত হচ্ছে । অনুষ্ঠানটির নাম আরবের পথে পথে। একুশে টিভির জন্য নির্মিত হয়েছে এটি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন গালিব হাসান।
আপনার মূল্যবান মতামত দিন: