ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
আমরা যদি সহযোগীতার হাত বাড়িয়ে দেই সুবিধাবনঞ্চিত মানুষ গুলো সমাজ গঠনে অংশীদার হবে

পথশিশুদের ও বয়স্কদের মাদ্রাসা এন্ড স্কুল পড়ালেখা র অধিকার আদায় করছে নিজ দায়িত্বে পান্থকুঞ্জ পার্কে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ মে ২০১৮ ০০:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ মে ২০১৮ ০০:৫১

পান্থকুঞ্জ পার্ক , সোনারগাঁও রোড ঢাকা গড়ে তুলেছে হাফেজ আঃ শাকুর পথশিশুদের ও বয়স্কদের মাদ্রাসা এন্ড স্কুল । এখান থেকে সমাজে অবহেলিত মানুষগুলো পা

 মৌলিক চাহিদার অন্যতম এক অধিকার নিজ উদ্দ্যগে ১০ বছর এ কাজ করে আসছে আঃশাকুর সময়ের বিবর্তনে শিক্ষাত্রীর সংখ্যা বেড়েছে অনেক তাই একার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তার এই মহতি উদ্দ্যগ তাই সামাজিক যোগাযোগব্যবস্থা ফেসবুকের মাধ্যমে সহযোগীতা চেয়েছে সমাজপতিদের কাছে তা হুবহুব দেওয়া হলো

"আচ্ছা লা মু আলাইকুম। প্রিয় ভাই-বন্ধু , হিতাকংখি-
পথশিশুদের ও বয়স্কদের মাদ্রাসা এন্ড স্কুল ।
পান্থকুঞ্জ পার্ক , সোনারগাঁও রোড ঢাকা ।
এ প্রতিষ্ঠান আপনার-আমার সকলের । দানশীল ব্যক্তি অগ্রগামী , পবিত্র রমজানে অনুদান কিংবা যাকাত দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা-সেবা কার্যক্রম চালিয়ে নিতে সহায়তা করুন। স্ব-উদ‍্যোগে অগ্রযাত্রা সেই ২০০৮ ইংরেজি থেকে । প্রতি বছর এ প্রতিষ্ঠানর শিক্ষার্থী বিভিন্ন হিফজ খানায় দেওয়া হয় । অনেক শিক্ষার্থী হাফেজ হচ্ছে । অনেক শিক্ষার্থী স্কুলেও পড়া-লেখা করতেছে । বিকাশ পার্সোনাল 01960-680358 /01815-257743. দান করে রশিদ নিন। নিজ দায়িত্ব পালন করে শেয়ার করুন।
‌ ‌ বিনিত
প্রতিষ্ঠাতা পরিচালক
আব্দুশ শাকুর হাসান



আপনার মূল্যবান মতামত দিন: