ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বগুড়ার শেরপুরে ভিক্ষুককে গরু প্রদান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫৬

বগুড়ার শেরপুরে ভিক্ষুককে
গরু প্রদান
আব্দুর রাহিম, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন করার লক্ষে উপজেলা প্রসাশন গত
শুক্রবার বিকালে হাতিগাড়া গ্রামের চুম্বুলি তাঁতীর (৮৫) হাতে
একটি বকনা বাছুর তুলে দেন।
জানা যায়,বর্তমান সরকার দেশ থেকে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য
ভিক্ষুকদের পুনর্বাসন প্রকল্প হাতে নেয়। এরই ধারাবাহিকতায়
শেরপুর উপজেলার নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম গত
শুক্রবার বিকাল পৌণে ৬টার দিকেউপজেলার মির্জাপুর ইউনিয়নের
হাতিগাড়া গ্রামের মৃত হরিপদ তাঁতীর স্ত্রী চুম্বুলি তাঁতীর
বাড়িতে গিয়ে তার হাতে ১৬ হাজার টাকা মূল্যেরএকটি বকনা
বাছুর তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানিয় গণমাধ্যম
কর্মী ও মেম্বরসহ এলাকাবাসি।



আপনার মূল্যবান মতামত দিন: