ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বগুড়ার শেরপুরে বনবিভাগের চেক বিতরণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৮ ২১:৪৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৮ ২১:৪৬

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বন বিভাগের উদ্দ্যেগে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

বন বিভাগের রেঞ্জার আয়নাল হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন। এতে ৭ জন উপকারভোগীর মধ্যে ৩ লক্ষ ১৭ হাজার ৭শ’৩০ টাকার চেক হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম আব্দুল্লাহ আল-আলামিন
চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ, ডা, মো. রায়হান, সহকারি বন কর্মকর্তা মতিউর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল ওয়াদুদ, এ জেড হীরা, শহিদুল ইসলাম শাওন, আবু বকর সিদ্দিক প্রমুখ।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগ কর্তৃক এ পর্যন্ত ৩৫৩ জন উপকারভোগীকে প্রায় ১ কোটি ৩৮ লক্ষ ৮৮ হাজার ১শ ৩৩ টাকা প্রদান করা হয়েছে এবং ২৫ লক্ষ ২৫ হাজার ১শত ১৫ টাকা সরকারি কোষাগারে রাজস্ব জমা দেওয়া হয়েছে।


এতে স্থানীয় একটি বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থার যেমন পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি কোনো প্রকার সরকারি বা বিদেশী সাহায্য ছাড়াই শুধুমাত্র বৃক্ষরোপণ তহবিলের (টিএফএফ) এর সাহায্য এ পর্যন্ত ১৭০ কিঃ মিঃ বাগান সৃজন করা হয়েছে। যা টেকসই বন ব্যবস্থাপনার একটি উৎকৃষ্ট উদাহরণ।



আপনার মূল্যবান মতামত দিন: