ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফ’র সম্মেলনে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮ ১৬:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮ ১৬:৪৯

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ ইন্দোনেশিয়ার বালির নুসা দুয়ায় বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলন ২০১৮-এর প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন। বিশ্বব্যাংক গ্রুপের অন্যান্য সদস্য দেশের অর্থমন্ত্রী এবং উর্ধ্বতন কর্মকর্তারা এতে যোগ দিয়েছেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বালি নুসা দুয়া কনভেনশন সেন্টারে প্লেনারি সেশনে বক্তব্য রাখেন। বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ এলাকা বালির বৃটন উডস ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্ভোধন করা হয়।
বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ প্লেনারি অধিবেশনে বক্তব্য রাখেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় নেতাদের সঠিক পথে চালিত করার জন্য বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীদের প্রতি আহবান জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: