
বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেছেন, আমরা ১৪ দলের সাথে জোটগত নির্বাচন করবো। তবে আনুষ্ঠানিক আলোচনার আগে বিষয়গুলো বেশি খুলে বলা যাবে না।
মঙ্গলবার ( ১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন ।
বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মাহি বলেন, আমরা খুব শিঘ্রই আনুষ্ঠানিক আলোচনা শুরু করবো। যুক্তফ্রন্ট এবং ১৪ দল সমস্ত বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। আলোচনা প্রক্রিয়া আজকে থেকে শুরু। বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি ষড়যন্ত্র করছে৷ সেই সকল বিরোধী শক্তির বিরুদ্ধে দেশ প্রেমিকদের নিয়ে একটি সুন্দর নির্বাচন যাতে করে করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, অংশগ্রহণমুলক নির্বাচন চাই। যাতে বাংলাদেশের পক্ষের মানুষ বিজয় অর্জন করতে পারে। রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
কোন কারণে ১৪ দলের সাথে যুক্ত হচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, বিকল্পধারা জন্মের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধেও রাজনীতি করেনি। বিএনপির বিরুদ্ধেও রাজনীতি করেনি। আমরা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছি। বিএনপির সাথে বসেছিলাম, আলোচনা করেছিলাম। আমরা মন থেকে আশা করেছিলাম জিয়াউর রহমানের দল হিসেবে তারা জামাতকে ছুড়ে ফেলে দিতে পারবে। তাদের সাথে জামাতের যে আত্নার সস্পর্ক তৈরি হয়েছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে নি, সেটা তাদের জন্য দুঃখজনক, বাংলাদেশের জন্য দুঃখজনক।
১৪ দলে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিকল্পধারার এই নেতা বলেন, আমরা ১৪দলে আসাছি না। আমরা মহাজোটের বিষয়ে আলোচনা করেছি।
আপনার মূল্যবান মতামত দিন: