ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইয়েমেনি শিশুদের মুখে হাসি ফোটানো রীতিমত দুঃসাধ্য: জাতিসংঘ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮ ১৫:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮ ১৫:৩৯

যুদ্ধ ও দারিদ্র পীড়িত ইয়েমেনি শিশুদের নিয়ে কাজ করছেন জাতিসংঘের খাদ্য বিষয়ক প্রধান ডেভিড বিসলি। শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের খাদ্য বিষয় প্রধান জানান, ইয়েমেনে শিশুদের অবস্থা এতোটাই করুণ যে তাদের মুখে হাসি ফোটানো রীতিমত একটি দুঃসাধ্য কাজ।

সম্প্রতি ইয়েমেন সফরকালে বেশ কয়েকজন কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন বিসলি। তিনি জানান, প্রতিদিন গড়ে ৫০টি শিশু চিকিৎসা সেবা নিতে আসে। তবে এর মধ্যে ৩০টি শিশুকেই বাড়িতে পাঠিয়ে দিতে হয়। কেবল ২০টি শিশুর জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ইয়েমেন সম্পূর্ণ বিপর্যয়ের মধ্যে রয়েছে। দেশটির বর্তমান মানবিক সংকট মোকাবেলা খুবই কঠিন। বর্তমানে দেশটিতে সুস্থির অবস্থা ফিরিয়ে আনতে অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজন।

প্রসঙ্গত, ২০১৫ সাল সৌদি জোট ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধাবস্থা চলছে ইয়েমেনে। বর্তমানে দেশটির তিন-চতুর্থাংশ মানুষই অর্থনৈতিক সংকটে রয়েছে। এর মধ্যে ৮.৪ মিলিয়ন মানুষ খাদ্যাভাবে রয়েছে। সবচেয়ে বড় হুমকিতে রয়েছে দেশটির শিশুরা।-খবর রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: