
বিশেষ প্রতিবেদক: নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হলে সম্বৃদ্ধ হবে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে গতকাল রাজধানীর নয়াপল্টনে নোয়াখালী জেলা সমিতির কার্যালয়ে নোয়াখালী বিভাগ নিয়ে কয়েক বছর যাবৎ আন্দোলনরত সংগঠন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহব্বায়ক মোঃ রফিকুল আনোয়ারের সভাপতিত্বে এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লক্ষীপুর জেলা সমিতির
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী নিজাম উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমিতির কোষাধ্যক্ষ কে বিএম সহিদ উল্যা, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির যুগ্ম আহব্বায়ক এম এইচ রহমান ফুহাদ, ছাত্রনেতা নাজিম খন্দোকার, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিয়া নার্গিস চৌধুরী, নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম ফয়সাল, মহিন উদ্দিন, অমল মজুমদার, রিপন সালাহউদ্দিন, সোহাগ চৌধুরী, নাজিম উদ্দিন, সজিব খান, রাসেল খান প্রমুখ।
সভায় বক্তরা বলেন, কোন জেলা বিভাগ হলো তাতে আমাদের কোন আপত্তি নেই। তবে আমরা বৃহত্তর নোয়াখালীবাসী অন্য কোন বিভাগের সাথে যুক্ত হব না। দল যার যার কিন্তু নোয়াখালী সবার। তাই নোয়াখালী বিভাগ আন্দোলনের দাবিতে দলমত নির্বিশেষে সকলকে এক সাথে কাজ করতে হবে।
স্বাধীনতা যুদ্ধে ড. আব্দুল মালেক উকিল থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীসহ অনেকেই আছে যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোস্টে দায়িত্ব পালন করেছেন। দেশের মূল অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে নোয়াখালী অঞ্চলের লোকজন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে প্রতিটি সেক্টরে রয়েছে নোয়াখালীবাসীর অনাবাধ্য ভূমিকা।
সভায় বক্তরা বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হলে শুধু বৃহত্তর নোয়াখালীবাসী নয় পুরো বাংলাদেশ উপকৃত হবে। বিশেষ করে নোয়াখালীতে বর্তমানে সেনবাহিনীর ক্যাম্প তৈরি করা হয়েছে। যুব উন্নয়ন কেন্দ্র রয়েছে এবং নার্সিং ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে দেশের যুবকরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবে।
এছাড়াও নোয়াখালী বিভাগ বাস্তবায়িত হলে বৃত্ততর নোয়াখালীবাসীকে যে কোন
বিভাগীয় দাপ্তরিক কাজ চট্টগ্রামে গিয়ে করতে হবে না। পরে প্রধান অতিথি
সর্বসম্মতিক্রমে বাংলাদেশ এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক
নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ারকে সভাপতি এবং এম এইচ
রহমান ফুয়াদকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।
সভাপতি সম্পাদক আগামী এক মাসের মধ্যে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: