
সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাও গ্রামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল এ বিয়ে বন্ধ করে দেন।
কেয়াইন ইনিয়নের হাজিগাও গ্রামের সেলিম হোসেনের মেয়ে এবং হুমায়ুন মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী রিয়া আক্তারের(১৫) সঙ্গে একই গ্রামের আলেক শেখের ছেলে কাতার ফেরত বাবু আক্তারের বাল্য বিয়ে দেয়া হচ্ছে বলে সংবাদ পান মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল।কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলীর সহযোগীতায় এ বিয়ে বন্ধ করে দেন তিনি । বিষয়টি সত্যতা নিশ্চিত করে কান্তা পাল জানান, উভয় পরিবারকে এ বিয়ে না দেয়ার জন্য লিখিত নেয়া হয়েছে। যদি বিয়ে দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া উভয় পরিবারের লোকজন এ বিয়ে দিবেন না বলে প্রতিশ্রতি দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: