ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মা হলেন নেহা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮ ১৩:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮ ১৩:৫৪

কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। রবিবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।

২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া। তারপরই হিন্দি ছবির জগতে যাত্রা করেন। অভিনয়ের ফাঁকে মন দেওয়া-নেওয়ার পালাও সেরে ফেলেন তিনি। জীবনসঙ্গী হিসেবে বেছে নেন কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অভিনেতা অঙ্গদ বেদিকে।

চলতি বছর সোনমের বিয়ে নিয়ে যখন মেতে উঠেছিল গোটা বি-টাউন, ঠিক তখনই ১০ মে চুপিসারে চারহাত এক হয় নেহা-অঙ্গদের। বিয়ের কয়েক মাস পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে গর্ভবতী নেহার একের পর এক ছবি। এবার নতুন অতিথির আগমনে খুশি তারকা জুটি।

বর্তমানে নেহা-অঙ্গদের কন্যাকে দেখার অপেক্ষায় আছেন তাদের নেট দুনিয়ার অনুরাগীরা।



আপনার মূল্যবান মতামত দিন: